<p>বড় ঘরের ঠিক মাঝখানে লক্ষ্মী-নারায়ণের ছোট্ট প্রতিমা রাখা, পাশে ক্ল্যাপস্টিক। হোমের ধোঁয়ায় চোখ জ্বালা করছে রীতিমতো। কিন্তু তার মধ্যেই হাসিমুখে পাশাপাশি বসে দুজনে। হাত জোড় করে মন্ত্রপাঠ করছেন, আবার কখনও একে অপরের নিচু গলায় কথা বলছেন। সেই কথা শোনা না গেলেও স্পষ্ট দেখা যাচ্ছে তাঁদের হাসি। দিনটা ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবি মহরতের সকাল। তারকাদ্যুতি ছড়িয়ে পাশাপাশি পুজোয় বসলেন ছবির নায়ক-নায়িকা। যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। সঙ্গী হলেন ছবির পরিচালক শিলাদিত্য় মৌলিক ও প্রযোজক এনা সাহা। ছবি নিয়ে পরিকল্পনা, প্রত্যাশা, এবিপি লাইভের সঙ্গে আড্ডায় মজলেন শিলাদিত্য ও এনা।&nbsp;</p>Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here